1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

কাতারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কূটনীতিকদের অভ্যর্থনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১১৪ Time View
মেহেদী হোসেন পলাশ
কাতার প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, কাতার।
গতকাল বুধবার স্থানীয় সময় রাত ৮টায় দোহা শেরাটন হোটেল সালোয়া হলে অনুষ্ঠানটি শুরু হয়।
শুরুতে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম, মিনিস্টার ও ডেপুটি অব মিশন মো. ওয়ালিউর রহমান, সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, কাউন্সিলর মোবাশ্বেরা কাদেরী, শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবীর, কাউন্সিলর ভিসা ও পাসপোর্ট মো. মাহাদি হাসান, শ্রম কাউন্সিলর তন্ময় ইসলাম, প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী, প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. নাছির উদ্দীন আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাতারে আওকাফ ও ইসলামী বিষয়ক মন্ত্রী গানেম বিন শাহীন বিন গানিম আল গানিম।
এছারা একশটির বেশি দেশের রাষ্ট্রদূত ও কাউন্সিলররা অনুষ্ঠানে যোগদান করেন।
 বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য সবার সামনে তুলে ধরেন। বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
এরপর কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম অনুষ্ঠানের অতিথিদেরকে সঙ্গে নিয়ে কেক কাটেন এবং  অতিথিদের সাথে কৌশল বিনিময় করেন এবং নৈশভোজে আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে কাতারস্থ বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিবছর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। তবে এইবার পবিত্র মাহে রমজান ও ঈদের কারণে  ৯ এপ্রিল দিবসটি এমন করেছে বাংলাদেশ দূতাবাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category