1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশের বোলিংয়ে চাপে নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৩০১ Time View
ক্রীড়া প্রতিবেদক
চতুর্থ ইনিংসের হিসেবে বাংলাদেশের লক্ষ্যটা বেশ বড়ই নিউজিল্যান্ডের জন্য। তবে ভালো একটা শুরু হয়তো আত্মবিশ্বাস এনে দিতে পারত কিউইদের। কিন্তু দ্বিতীয় সেশনের ১৭ ওভার ব্যাটিং করে সফরকারীরা সেটাও পায়নি।

উল্টো বাংলাদেশের বোলিং তোপে চাপে আছে নিউজিল্যান্ড।

এর মধ্যে ৩৭ রানে কিউইদের ৩ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলাররা। টেস্ট জিততে নিউজিল্যান্ডকে আরো ২৯৫ রানের শৃঙ্গ পাড়ি দিতে হবে। এদিক থেকে বাংলাদেশের কাজটা তুলনামূলক সহজ। স্বাগতিকরা আর ৭ উইকেট দূরে কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয় থেকে।নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসের শুরুতেই কাঁপিয়ে দেন শরীফুল ইসলাম। প্রথম ওভারের শেষ বলে টম ল্যাথামকে উইকেটকিপার নুরুল হাসান সোহানের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। তবে নিউজিল্যান্ডকে সবচেয়ে বড় ধাক্কা দেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন কেন উইলিয়ামসন।১১ রান করেন তিনি।

 

বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাধা ছিলেন উইলিয়ামসন। তাঁকে ফিরিয়ে যেন জয়ের উদযাপনই সেরে ফেরেন তাইজুল! চা-বিরতিতে বাংলাদেশকে আরেকবার উচ্ছ্বাসে ভাসান মেহেদী হাসান মিরাজ।

নাঈম হাসানের ক্যাচ বানিয়ে মিরাজ ফেরান হেনরি নিকোলসকে। এই মুহূর্তে উইকেটে আছেন ডেভন কনওয়ে ও ডেরিল মিচেল।

কনওয়ে ১৮ ও মিচেল ৬ রান নিয়ে আবার ব্যাটিং শুরু করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category