মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
শনিবার ৯ অক্টোবর বিকাল সাড়ে ৫টায় মধুখালী পাবলিক লাইব্রেরীতে টইটই প্রকাশন এর আয়োজনে আঞ্চলিক সাহিত্য উৎসব-২০২২ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে লেখক সাহিত্য সম্মাননা, কবিতা পাঠ, বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পাঠক আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. মোস্তফা মাহ্ফুজ বুলুর সভাপতিত্বে ও কবি সাহেদ বিপ্লব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক মুক্ত তথ্যের সম্পাদক বিশিষ্ঠ কবি শাহিন রেজা। স্বাগত বক্তব্য রাখেন মধুখালী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ্ মো. ফারুক হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবি মো. হাবিবুর রহমান মোল্যা, সাহিত্য উন্মেষ সম্পাদক ইউসুফ বাশার আকাশ, এস এম রফিকুল ইসলাম, আবুল বাসার, আব্দুল আজিজ, মির্জা জিয়াউর রহমান, এস এ শিকদার, সাঈদুর রহমান লিটন, শ্রাবণ চক্রবর্তী দিপু, সুজয় কুমার পাল, আবুল বাসার, সাকি মাহŸুব, মোল্যা মাজেদ, মুহাম্মদ ফিরোজ হায়দার, সোহেল মিয়া, অনিক সিকদার, অরুন কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠানে টইটই প্রকাশনির পক্ষ থেকে লেখকদের উৎসাহিত করার লক্ষ্যে কবি ও সাহিত্য লেখকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রাজবড়ি, পাংশা, বালিয়াকান্দি, মধুখালী, ঝিনাইদহ, শিবচরসহ বিভিন্ন এলাকার অর্ধশতাধিক কবি, সাহিত্যিক ও লেখক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শাহিন রেজা বলেন, বাংলা সাহিত্যকে এগিয়ে নিতে হলে নতুন লেখকদেরকে প্রচুর পরিমাণে বই পড়তে হবে এবং যে সকল লেখায় দেশ ও জাতির কল্যাণ হবে সেই বিষয়ে লেখার প্রতি যতœশীল হতে হবে।