1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

মধুখালীতে ভুবন চন্দ্র কর রচিত আলোর পথিক বইয়ের মোড়ক উন্মোচন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৪৭৫ Time View

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ভুবন চন্দ্র কর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ আলোর পথিক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ রোববার বেলা ১১টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইলামের সভাপতিত্বে আলোর পথিক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্য রাখেন আলোর পথিক বইয়ের লেখক ও পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ভুবন চন্দ্র কর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিশ সুলতানা ,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল মনসুর , সিনিয়র সহকারী শিক্ষক দিপংকর পাল প্রমুখ। আলোচনা পরবর্তী আলোর পথিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। তিনি আলোর পথ” গ্রন্থটি তার ৪৪বছর প্রধান শিক্ষকতা জীবনে সকল ছাত্রছাত্রীকে উৎসর্গ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category