1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন

বোয়ালমারীতে কিশোরকে গামছা দিয়ে হাত চোখ বেধে নির্যাতনের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৩১০ Time View

তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের মো. আরিফ শেখ (১৩) নামের এক কিশোরকে গামছা দিয়ে হাত ও চোখ বেধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরিফ শেখের পিতা ময়েনদিয়া গ্রামের বাসিন্দা শাজাহান শেখ (৪০) বাদি হয়ে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে একই ইউনিয়নের শ্রীনগর গ্রামের হাসিবুল মোল্যা (২১), মিজান মির্জা (২২), নিয়ামুল মোল্যা (২২), ওহিদ মোল্যা (২৫), শাহিদ মোল্যার (৪৫) নামে নির্যাতনের লিখিত অভিযোগ করেছেন। আহত অবস্থায় আরিফ  শেখকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শক্রতার জের ধরে (১৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে আরিফ শেখ শ্রীনগর বারোয়ারি মন্দিরের পশ্চিম পাশে গোসল করতে যায়। এ সময় হাসিবুল মোল্যা গংরা আরিফকে ডেকে নিয়ে মন্দিরের দক্ষিণ পাশে শ্রী হরি সাহার মেহেগনি বাগানের ভিতর নিয়ে দুটি গামছা দিয়ে হাত ও চোখ বেধে মাথায় কোপ দিয়ে মারাত্মক জখম করে। তার সাথে থাকা সাঙ্গপাঙ্গরা আরিফের পিঠে ব্লেড দিয়ে কোপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়।

ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মুক্তার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category